Header Ads

Header ADS

দৈনন্দিন ব্যবহৃত দোয়া ও সুন্নাত


ঘুম থেকে জাগ্রত হওয়া

১. ঘুম থেকে জেগে চোখ-মুখ দুই হাতে এভাবে কচলানো, যাতে ঘুম দূরভীত হয়ে
যায়।
২. ঘুম থেকে উঠে এই দোয়া পড়া
الحمدُ للهِ الَّذِي أَحْيَنَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورِ
সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে (সাময়িক) মৃত্যু থেকে আবার জীবন দান করেছেন। অবশেষে তাঁর দিকেই আমাদের প্রত্যাবর্তন। ৩. জেগে উঠে মেসওয়াক করা।
৪. জামা, পাঞ্জাবি-পাজামা পরিধানের সময় ডান দিক হতে শুরু করা। অর্থাৎ প্রথমে ডান হাত বা ডান পা, এরপর বাম হাত বা বাম পা পরিধান করবে। আবাকাবা, জোতা, মোজার ক্ষেত্রেও একই বিধান। তবে খোলার সময় বিপরীত দিক থেকে শুরু করবে। অর্থাৎ আগে বাম হাত বা বাম পা, পরে ডান হাত বা ডান পায়ের দিক থেকে খুলবে।
৫. ঘুম থেকে জাগার পর হাত ধোয়ার জন্য বা অজুর জন্য পানির পাত্রে হাত প্রবেশের আগে তিন বার হাত ধৌত করা।
টয়লেটে প্রবেশ ও বের হওয়া
১. ইস্তেঞ্জার জন্য পানি ও ঢিলা উত্তরটি নেওয়া সুন্নত। ২. রাসুল সা. মাথা ঢেকে জুতা পায়ে টলেটে যেতেন। ৩. প্রবেশের পূর্বে রাসুল সা. এই দোয়াটি পড়তেন :
بسم الله اللهم إنِّي أَعُوذُ بِكَ مِنَ الخَبثِ وَالْخَبَائِثِ

বোবা এবং শয়তান থেকে আস
★ প্রবেশের সময় প্রথমে হাম পা ভেতরে রাগবে।
৫. সত্য জেলার সময় কাণতকে যত কম উঁচু করে এঠানে গ্যা, তত ভালো।
৬. টয়লেট থেকে বের হওয়ার সময় প্রথমে ডান পা বের করা, এদের এই দোয়া
غفْرَانَكَ الحمدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَلَى الْآذِي وَعَالي
আমি জমা একটা করছি এই আল্লাহর নিকট যিगি
অধিকা
এবং তিনি ভাষা থেকে বাইনামিক জিনিস দূর করে আমাকে প্রশান্তি পান।
৭. হয়ত বা অন্য কোন ভিসির ওপর কুরআন লারিনের কোনো দায়াও বা নবিজির নাম লিপিত দখন এমন কেন কণড় পায়ে থাকা আরে কুরবানে আবার দেখা রয়েছে, তবে এমন জিনিস সঙ্গে নিয়ে ট্যালেট প্রবেশ করা নিয়েন। ফোটে প্রবেশের সময় তা খুলে রাখতে হবে এবং বের হয়ে পুনরায় তা পরিষণ করতে পারবো
৮. ইস্তেঞ্জার সময় কেবলার দিকে মুখ বা পিঠ দিয়ে লস না।
3. ইয়োর সময় অ া কথা বলবে না
জিডি ও ননবে না।
১০. দেশন পরখানার সময় অবশ্যই মল-মূত্রের ছিটা থেকে দূরে থাকার চেষ্টা করবে। কারু, এগুলো থেকে বেঁচে না থাকার সকল অধিকাংশ কবরে শাস্তি হয়ে থাকে বলে ছাদিসে বর্ণিত হয়েছে।
১১. পেশাবের সময় বা পানি ব্যবহারের সময় বাম হাত ব্যবহার করা। ডান হাত ব্যবহার থেকে বিরত থাকা
১২. যেখানে ট্যালেটের ব্যবস্থা নেই, সেখানে আড়ালে গিয়ে এমনভাবে ইস্তেঞ্জা করবে, যেন কোনো মানুষের দৃষ্টি সেদিকে না যায়।
১৩. পেশাবের সময় এমন স্থানে পোনের চেষ্টা করবে, সেখানকার মাটি নরম; যেন মাটি পেশাব শোষণের উপযোগী । এমন না হয়, মাটি
পেশাবের ছিঁটা উঠে আসে।
১৪. বসে পেশাব করা, দাঁড়িয়ে নাড়িয়ে না করা
হওয়া কন
১৫. পেশাবের পর তিলা বা টিসু ব্যবহারের জন্য মানুষের দৃষ্টির বাইরে কোনো সেয়াল বা এ ধরনের নিযুর আড়ালে হাঁটাহাঁটি করা।



(আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি ভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। বিষয়টি শেয়ার করে আপনিও সওয়াবের অংশীদার হতে পারেন।) 💗Thank you watching this💗

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.