দ্বীনের পথে অবিচল থাকার দোয়া
দ্বীনের পথে অবিচল থাকার দোয়া
দ্বীনের পথে অবিচল থাকার দোয়া
ربَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى
القوم الكافِرِينَ
উচ্চারণ ঃ রাব্বানা আফরিণ আ'লাইনা সারাও ওরা ছাবিত আৰুদামানা ওয়ানসুচনা আ'লাল বাওমিল কাফিরীন।
অর্থ : হে আমাদের রব! আমাদেরকে ধৈর্য দান করো, আমাদের পদক্ষেপ সুদৃঢ় করো এবং কাফির দলের ওপর আমাদেরকে বিজয় ान করো। (সূরা বাকারা-২৫০ )
ভুল হলে ক্ষমা চাওয়ার দোয়া
ربَّنَا لا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَانَا
উচ্চারণ ঃ রাব্বানা লা তুআখিনা ইন্নাসিনা আও আবৃতা না। অর্থ : হে আমাদের রব। যদি আমরা কিছু ভুলে যাই, আমরা কোনো ভুল করে বসি তার জন্য ভূমি আমাদেরকে গ্রেফতার করো না। (সূরা বাকারা-২৮৬)
আল্লাহর গযব থেকে মুক্ত থাকার দোয়া
ربَّنَا وَلا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ
উচ্চারণ ঃ রাব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইরান কামা হামালতাহু আ'লাল্লাযিনা মিন কাবলিনা।
অর্থ : হে আমাদের রব! আমাদের ওপর সেই ধরনের বোঝা চাপিয়ে দিও না, যেরূপ বোঝা আমাদের পূর্ববর্তী অপরাধী জাতির প্রতি চাপিয়ে দিয়েছিলে। (সূরা বাকারা-২৮৬)
কাফিরদের বিরুদ্ধে সাহায্য চওয়ার দোয়া
ربَّنَا وَلا تُحْمِلْنَا مَا لا طَاقَةَ لَنَا بِهِ، وَاعْفُ عَنَّا،
وغفر لنَا، وَارْحَمْنَا ، أَنْتَ مَولانَا فَانْصُرْ عَلَى الْقَوْمِ
الكافِرِينَ
উচ্চারণ ঃ রাব্বানা ওয়া লা তুহাম্মিলনা মালা জ্বাক্বাতা লানা বিহী, ওয়া'ফু আ'ল্লা, ওয়াফির লানা, ওয়ার হাম্না, আনতা মাওলানা ফানুসুরনা আলাল ক্বাওমিল কাফিরীন।
অর্থ : হে আমাদের রব! যে বোঝা বহন করার শক্তি-ক্ষমতা আমাদের
নেই, তা আমাদের ওপর চাপিয়ে দিও না। আমাদের প্রতি উদারতা দেখাও
আমাদের অপরাধ ক্ষমা করো, আমাদের প্রতি রহমত নাযিল করো, তুমিই আমাদের বন্ধু-আশ্রয়দাতা, কাফিরদের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করো। (সূরা বাকারা-২৮৬)
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন