Header Ads

Header ADS

দোয়া কবুলের সময়

দোয়া কবুলের সময়



 দোয়া কবুলের উত্তম সময়

 মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টির সেরা হিসেবে ঘোষণা করেছেন। মহাপবিত্র মহান আল্লাহতালার কোন কিছুর প্রয়োজন নেই। কিন্তু মানুষের প্রয়োজন রয়েছে অনেক কিছু। আল্লাহ তাআলার বান্দা মানুষ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে যেকোনো কিছু দান করতে পারেন। মানুষের জীবনে অনেক চাহিদা রয়েছে। যা মানুষ আল্লাহ তায়ালার  কাছে চেয়ে থাকে। কিন্তু সবার সব চাওয়া পূরণ হয় না। কারণ সবাই চাইতে জানে না, চাওয়ার সময় জানেনা। আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ সময়ের কথা বলব যে সময় আল্লাহ তায়ালার কাছে কিছু চাইলে পূরণ হয়।
 সবকিছুর ভালো-মন্দ সময় আছে। আল্লাহ তায়ালার কাছে কোন দোয়া করার জন্য বা কিছু চাওয়ার জন্য ভালো সময় রয়েছে যে সময় প্রার্থনা করলে দোয়া কবুল সম্ভব না বেশি থাকে।

 মা বাবার দোয়া

 মা বাবার দোয়া সন্তানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়ার মাধ্যম। তাই তাদের মনে কষ্ট না দিয়ে তাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে আল্লাহ তায়ালা সেই মা-বাবার দোয়া কবুল করেন। এক কথায় সন্তানদের জন্য মা-বাবার দোয়া কবুল করা হয়।

 অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার

 কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে তার কাছে দোয়া চাওয়া। অসুস্থ ব্যক্তির আশেপাশে ফেরেশতারা থাকে। এবং ওই সময়ে কোন দোয়া করলে তা কবুল হয়।

 শিক্ষক বা উস্তাদের দোয়া

 শিক্ষক বা ওস্তাদের দোয়া কবুল করা হয়। তাই শিক্ষক বা ওস্তাদের সাথে বেয়াদবি না করে  তাদের সন্তুষ্টির মাধ্যমে তাদের কাছে দোয়া চাইলে তারা দোয়া করলে সে দোয়া কবুল করা হয়।

 রাতের শেষ ভাগের দোয়া

 রাতের শেষভাগ দোয়া কবুলের একটি অন্যতম সময়। যে সময় মূলত তাহাজ্জুদ নামাজের সময়। এই সময় আল্লাহ তায়ালা পৃথিবীর নিকটতম আসমানে এসে তার বান্দাদের ডাকতে থাকেন এবং বলেন, তোমাদের কার কি লাগবে আমার কাছে চাও তা দেওয়া হবে। দোয়া কবুলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটি। এই সময় তাহাজ্জুদ নামাজ পড়ে কিংবা নফল নামাজ আদায় করে আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করলে সেই প্রার্থনা বা সেই দোয়া বিফলে যায় না।

 বৃষ্টির সময়ের দোয়া 

বৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলা রহমতের একটি বার্তা। বৃষ্টি মানবজাতির জন্য একটি রহমত স্বরূপ। হাত দিয়ে বৃষ্টির পানি স্পর্শ করার সুন্নত। বৃষ্টির বর্ষণ এর সময় দোয়া করলে দোয়া কবুল হয়।

 লাইলাতুল কদরের

লায়লাতুল কদরের রাত মুসলমানদের জন্য একটি মহিমান্নিত রাত। এটি পবিত্র রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রে হয়ে থাকে। অনেকে ২৭ রমজানকে কদরের রাত মনে করে থাকেন। কিন্তু কদরের রাত ঠিক কোন রাতে হবে তা নির্দিষ্ট করে বলা মুশকিল। এই কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম। এই রাতে বেশি বেশি নফল ইবাদত করে নিজের করা পাপের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন।

 লাইলাতুল বরাতের দোয়া

লায়লাতুল বরাত মুসলমান তথা হজরত মোহাম্মদ (সা )এর উম্মতের জন্য একটি ফজিলত পূর্ণ রাত। এই রাতকে ভাগ্য রজনীর রাত ও বলা হয়। মানুষের কিছু ভাগ্য নির্ধারিত এবং তার ভাগ্য কিছুটা আমলের মাধ্যমে পরিবর্তন হয়। এবং তা এই রাতেই হয়ে থাকে। তাই এই রাতে নফল ইবাদত করে পূর্বের গুনাহ থেকে ক্ষমা চেয়ে আল্লাহর নিকট প্রার্থনা করলে তা কবুল হয়।

 ইফতারের সময়কার দোয়া

ইফতারের সময় বা ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া কবুল করা হয়। এই জন্য ইফতারের পূর্ব মুহূর্তে পবিত্র হয়ে ইফতার সামনে নিয়ে আল্লাহর নিকট দোয়া করলে তা কবুল হয়।

 সেহেরী খাওয়ার

সেহরি খাওয়া সুন্নাত। আমাদের অনেকের একটি ভুল ধারণা আছে যে সেহরি না খেলে রোজা হয়না বা রোজা থাকা যায়না। সেহরি খাওয়া সুন্নাত তাই সেহরি খাওয়া উচিৎ। তাছাড়া সেহরি খেলে রোজা রাখার কষ্টও কিছুটা কম হয়। ইচ্ছাকৃতভাবে সেহরি না খাওয়া ঠিক নয়। সেহরি খাওয়ার মধ্যে বরকত আছে। কিন্তু ঘুম না ভাঙার কারণে বা রোজা রাখবে নিয়ত করেছে কিন্তু ঘুম থেকে উঠে দেখে যে সেহরির সময় শেষ। সেক্ষেত্রে আর কিছু না খেয়ে রোজার অন্যান্য নিয়ম মেনে চললে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ।

 
 আজান ও ইকামতের মাঝামাঝি সময়ের দোয়া

আজান ও ইকামত এর মাঝামাঝি সময় দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়।

 সিজদার দোয়া

সিজদায় গিয়ে যে দোয়া করা হয় আল্লাহ তা'লা সেই দোয়া কবুল করেন। সিজদাহ হচ্ছে আল্লাহ তা'লার নিকটবর্তী হওয়ার সব থেকে উত্তম সময় ও জায়গা। এই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। নফল নামাজের সময় সিজদায় গিয়ে নিজের সমস্ত চাওয়া বা কষ্ট আল্লাহর সাথে শেয়ার করা যায়। এছাড়া দুই সিজদার মাঝখানের দোয়া কবুল হয়।

দোয়া কবুলের শর্ত

 শরীর পাক, জায়গা পাক,কাপড় পাক, হালাল রুজি,  আল্লাহ তাআলার প্রশংসা করা, দুরুদ শরীফ পাঠ করা, বৈধ জিনিস চাওয়া,পূর্ববর্তী ও পরবর্তী মুসলমানের জন্য দোয়া করা।


আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি ভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। বিষয়টি শেয়ার করে আপনিও সওয়াবের অংশীদার হতে পারেন। 💗Thank you watching this💗

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.