পুঁইশাকের উপকারিতা
পুই শাকের উপকারিতা
শাকের গুনাগুন
পুঁইশাক হল শীতবীর্য, স্নিগ্ধ, বায়ু ও পিত্তনাশক। কন্ঠের পক্ষে অহিতকর পিচ্ছিল ও নিদ্রা জনক, শুক্রবর্ধক, রক্তপিত্ত নিবারক, বলকর রুচি প্রদ, সুপত্থ পুষ্টিকারক ও তৃপ্তি জনক।
পুঁইশাক কামোদ্দীপক। সেজন্য অবিবাহিতদের জন্য পোশাক পাওয়া একেবারেই নিষিদ্ধ।
পুঁই গাছের একটি শিকড় ভালো করে বেটে আড়াই গ্রাম পানি মিশিয়ে পুরোটা খেয়ে নেয়ার পর কাঁচা কলাইয়ের ডাল ভিজিয়ে ঐ ডাল চিনি দিয়ে খেলে পুরুষত্বহীনতায় বিশেষ উপকার পাওয়া যায়। যাদের গলা জ্বালা, বুক জ্বালা করে, তাদের এই শাক খাওয়া একদিন নিষিদ্ধ।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন