বর্তমানের সেরা আলেমগণ
বর্তমানের সেরা আলেমগণ
বর্তমানের সেরা আলেমগণ
বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে মুসলমানদের জন্য। বিশেষ করে যারা সাধারণ মুসলিম তাদের জন্য আরও বেশি। বর্তমানে আলেমের অভাব নেই। কে হক্কানী আলেম কে ভন্ড আলেম সেটা বোঝার উপায় নেই। আলেমদের সড়ক নিয়ে কত মানুষ আলেম সে যে সাধারণ মানুষের ক্ষতি করছে। সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে এবং তাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। আমরা আজকে সকালে আলেমদের সম্পর্কে জানব।
মামুনুল হক
মামুনুল হক হলো বর্তমান সময়ের জনপ্রিয় একজন আলেম। তিনি সবসময় হকের কথা বলেন। তিনি কাউকে ভয় পেয়ে কথা বলেন না বা কোন সত্য গোপন করেন না। তার সাহসিকতা এবং এবং হকের পক্ষে আন্দোলনের মাধ্যমে তিনি আরো জনপ্রিয় হয়ে উঠেন। এর ফলে বামপন্থীরা তাকে কয়েকবার গ্রেফতার করেন।
আমিনুল হক একজন শাইখুল হাদিস এবং তার বাবাও ছিলেন একজন শাইখুল হাদিস।
মুফতি মুস্তাকন্নবি কাসেমই
মুস্তাকুন্নবী হুজুর একজন অতি ভদ্র ও নম্র মানুষ। তার কথাবার্তা খুব মিষ্টি। তিনিও সবসময় হকের কথা বলেন। তার মধ্যে আল্লাহ তাআলা অনেক এলেম দান করেছেন।
মাওলানা বদরুজ্জামান রিয়াদ
বর্তমান সময়ের আরেকজন জনপ্রিয় আলেম মাওলানা বদরুজ্জামান রিয়াদ। তিনি বর্তমান সময়ের একজন জনপ্রিয় ও হক্কানী আলেম
আল্লামা হাসান জামিল
আল্লামা হাসান জামিল একজন জনপ্রিয় আলেম। তার কন্ঠ ও সুর অত্যন্ত মধুর। তিনি সবসময় তার ওয়াজে হক ন্যায়ের কথা বলেন।
শায়খ তাহমিদুল মাওলা
তাহমিদুল মাওলা বর্তমান সময়ের একজন আলোড়ন সৃষ্টিকারী আলেম। তিনি তার কথাবার্তা দিয়ে খুব সুন্দর করে তার বিষয়বস্তু বুঝিয়ে দিতে পারেন। তার কথাগুলো শ্রোতারা মুগ্ধ হয়ে শোনেন।
লুৎফার রহমান ফারাজি
লুৎফর রহমান ফরায়েজী বর্তমান সময়ের একটি পরিচিত মুখ। তিনি দ্বীন ইসলাম প্রচারের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। কথিত নামধারী আহলে হাদিসের কিছু শায়েখ আছেন যারা মনগড়া ফতোয়া ও মাসালা দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন। লুৎফর রহমান ফ্রাইজি সেই সমস্ত ভন্ড ও ফেতনাবাজদের বিরুদ্ধে কথা বলেন। তাকে তথাকথিত আহলে হাদিসের আলেমদের ভয়ের গোডাউন বলা হয়।
মুফতি রিজওয়ান রফিকি
মুফতি রিজওয়ান রফিকী একজন হকপন্থী আলেম। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। এবং সমাজের মধ্যে নাই অন্যায়ের পার্থক্য তুলে ধরেন। বর্তমান সময়ের ইসলামের বড় এক ফেতনাবাজ হলো হিজবুত তাওহীদ নামে যে দল করা হয়েছে বাংলাদেশের সেলিম খান। তিনি তার বিরুদ্ধে বিভিন্ন বই লিখেছেন এবং তার অপকর্মগুলো সব সময় তুলে ধরেন।
মুফতি রেজাউল করিম আবরার
রেজাউল করিম আব্রার বর্তমান সময়ের তরুণ বক্তাদের মধ্যে, তরুন আলেম এর মধ্যে একজন উল্লেখযোগ্য জ্ঞানী ও বিচক্ষণ এবং আলোচিত একজন আলেম। তাকে একটি কিতাব খানাও বলা হয়। অসংখ্য কিতাব এবং বিভিন্ন হাদিসের সনদ ও ফতুয়ার কিতাব তার মুখস্থ। বর্তমানে তিনি ফিকের একজন রিসার্চ ও গবেষক। এছাড়া তিনি বিভিন্ন মাযহাব ও হাদিস-কুরা নিয়ে গবেষণা করে থাকেন।
মুফতি আরিফ বিন হাবিব
মুফতি আরিফ বিন হাবিব একজন খুবই ভদ্র ও নম্র মানুষ। খুবই সহজ সরল মানুষ। বর্তমানে তার মতো আলেম খুব কমই আছে। তিনি কুরআন ও হাদিসের বাইরে কোন কথা বলেন না। তিনি তার মাহফিলে কোন কিচ্ছা কাহিনী বলে বেড়ান না কিংবা হাদিস ও কুরআনের বাইরে কোন কথা বলেন না। তিনি শুধু হাদিস ও কুরআনের অনুবাদ এবং তা বুঝানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলেন। তার প্রত্যেকটি কথার মধ্যে তিনি তার রেফারেন্স তুলে ধরেন।
নুরুল ইসলাম অলিপুরী
নুরুল ইসলাম ওলিপুরী তিনি একজন মুরুব্বী আলেম। তার হাতে গড়া অসংখ্য আলেম বাংলার বুকে ছড়িয়ে আছেন। তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করেন। এত বড় মাপের একজন মানুষ হয়েও তার জীবনযাত্রা ও চালচলন খুবই স্বাভাবিক।
আলী হাসান উসামা
আলী হাসান ওসামা বর্তমান সময়ের তরুণদের মধ্যে থেকে উঠে আসা একজন জনপ্রিয় আলেম। তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বললে তারে অল্প বয়সে কয়েকবার কারাগারে যান। এরপরও তিনি থেমে নেই তিনি হক ও ন্যায়ের কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন