Header Ads

Header ADS

আউজুবিল্লাহর ফজিলত

আউজুবিল্লাহর ফজিলত

أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
 উচ্চারণ : আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
 অর্থ: আমি অভিশপ্ত শয়তান হতে করুণাময় আল্লাহর নিকট প্রার্থনা করছি।
 ব্যাখ্যামূলক অনুবাদ :
আমি বিতাড়িত ও অভিশপ্ত শয়তান হতে মহান আল্লাহ তায়ালার নিকট আশ্রয় চাচ্ছি। যেন শয়তান মরদুদ আমার ইহকালীন ও পরকালীন জীবনে কোন প্রকার ক্ষতিসাধন করতে না পারে। বিশেষ করে পরকালীন কল্যাণ সাধনে এবং সৌভাগ্য অর্জনে যেন কোন প্রকার বাধার সৃষ্টি না করে। কেননা, একমাত্র মহান আল্লাহ তা'আলা ব্যতীত অন্য কেউ শয়তানের অনিষ্ট হতে রক্ষা করতে পারে না।
 শানে নুযুল :
 হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বর্ণনা করেন, যখন হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমার নিকট ওহী নিয়ে আগমন করেন, তখন তিনি আমাকে সম্বোধন করে বলেন, হে মুহাম্মদ! আপনি পাঠ করুন أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ অতঃপর তিনি আমাকে বিসমিল্লাহ পাঠ করতে বললেন। অতঃপর আমার প্রতি  ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক অবতীর্ণ হয়।অবশ্য আউযুবিল্লাহি মিনাস শাইতানির রাজিম কুরআনের অংশ নয়। বরং এটি একটি স্বর্গীয় বাণী।
 ফজিলত :
 আউযুবিল্লাহ কোরআনের অংশ নয়। এটা একটি অতিরিক্ত আয়াত। বর্ণিত আছে যে, হযরত জিব্রাইল আলাইহিস সালাম হযরত রাসূলুল্লাহ সাঃ কে সর্বপ্রথম এই আয়াত শিখিয়ে দেন। এ আয়াত দ্বারা মানবজাতির পরম শত্রু অভিশপ্ত শয়তানের যাবতীয় অনিষ্টি হতে আশ্রয় প্রার্থনা করা হয় বলে এটা কে তাআউজ ( আশ্রয় প্রার্থনা ) বলে। এই আয়াতের উসিলায় দিন দুনিয়ার মঙ্গল লাভ করতে হলে ও ক্ষতিকর বিষয় হতে নিরাপদে থাকতে হলে নিজেকে অক্ষম এবং একমাত্র আল্লাহকে সক্ষম জানতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন : নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান সর্বদা মানুষকে ভুল পথে, অন্যায়ের পথে এবং পাপ অনিষ্টির দিকে টেনে নিতে চায়।
bissojogot.blogspot.com



 শয়তানের অনিষ্ট হতে নিরাপত্তা লাভের জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করা আবশ্যক। সেই প্রার্থনার জন্যই তাআউজ সর্বোত্তম ও সংক্ষিপ্ত। হযরত হাসান বসরী (র) বলেছেন, যে ব্যক্তি একাগ্র চিত্তে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে তিনি তার ও শয়তানের মধ্যে একশত পর্দার আবরণ ফেলে দেন। তাআউজ পাঠ করলে শয়তান দূর হয়ে যায় এবং যাবতীয় অনিষ্ট হতে আল্লাহ তাআলা রক্ষা করেন। হযরত নূহ আলাইহিস সালাম পুত্রের জন্য দোয়া করার সময়, হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখা ষড়যন্ত্রের সময়, হযরত মরিয়ম জিব্রাইল আলাই সালাম কে পরপুরুষ হিসাবে আগমন করতে দেখে তাআউজ পাঠ করে বিশেষ ফল পেয়েছিলেন।


💗Thank you watching this💗
bissojogot.blogspot.com


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.