Header Ads

Header ADS

কবুতর পালন পদ্ধ‌তি/Pigeon rearing method

কবৃুতর পালন পদ্ধ‌তি/Pigeon rearing method
কবুতর এক‌টি পা‌খি জা‌তের ম‌ধ্যে এক‌টি জাত। যা সহ‌‌‌জেই ‌পোষ মা‌নে। কবুতর‌কে যত সহ‌জে পোষ মানা‌নো যায় অন‌্য কোন পা‌খি‌কে এত সহ‌জে পোষ মানা‌নো যায় না। কবুতর পালন করা এক‌টি শ‌খের বিষয়। ত‌বে অ‌নে‌কে ব‌্যবসা করার জন‌্যও কবুতর পালন ক‌রে। কবুতর সবাই পালন কর‌তে পা‌রেনা। কবুতর পালন কর‌তে হ‌লে কবুত‌রের অ‌নেক যত্ন নি‌তে হয়।  কবুত‌রের র‌য়ে‌ছে বি‌‌ভিন্ন ধর‌নের জাত। ত‌বে বাংলা‌দে‌‌শের গ্রা‌মের মানুষ দে‌শি জা‌তের কবুতর পালন ক‌রে বে‌শি। কারণ তারা কবুতর দি‌য়ে ব‌্যবসা না ক‌রে কবুত‌রের বাচ্চা খে‌য়ে ফে‌লে। আর  দে‌শি কবুতর দি‌য়ে খুব একটা বে‌শি ব‌্যবসা করা সমভব না। কারন এ দে‌শি জা‌তের কবুতর দা‌মে সস্তা। তাই লাভ কম। 

কবুত‌রের জাত/Pigeon breed

বিশ্বব্যাপী গৃহপালিত কবুতরের প্রায় ৬০০ টি জাত রয়েছে।

গিরিবাজ কবুতর 
সিরাজি কবুতর
হোমার কবুতর
কিং কবুতর
গজবীন কবুতর
লাক্ষা কবুতর
বাবরা কবুতর
সিলভার কিং কবুতর
মুখ্খী কবুতর
সার্টিন কবুতর
ম্যাগপাই কবুতর
আউল কবুতর
জকোবিন কবুতর
হেল্মেট কবুতর
বিউটি হোমা কবুতর
পটার কবুতর / বল কবুতর
 ফ্রিল ব্যাক কবুতর
রেছার কবুতর
গোল্লা ককবুতর
নোটন কবুতর
জালালি কবুতর

কবুতর পালন পদ্ধ‌তি/Pigeon rearing method

কবুতর এ‌কেকজন এ‌কেক ভা‌‌বে পালন ক‌রে । কেউ ক‌রে বদ্ধভা‌বে আবার কেউ ক‌রে উন্মুক্ত ভা‌বে। বদ্ধভা‌বে কর‌তে গে‌লে কবুত‌রের জন‌্য আলাদা ঘর ‌‌তৈরী কর‌তে হয়। সেই ঘ‌রে পর্যাপ্ত প‌রিমান আ‌লো বাতা‌সের ব‌্যবস্থা থাক‌তে হ‌বে।  এবং ঘর‌টি ‌খোলা‌মেলা জায়গায় হ‌‌লে ভাল হয়। কারণ এ‌তে কবুত‌রের রোগ ব‌্যাধী কম হ‌বে। 

আর উন্মুক্ত ভা‌‌বে কবুতর পালন কর‌লে ঘর হ‌লেও হয় না হ‌লেও হ‌বে। আপ‌নি য‌দি খুব যত্ন ও ব‌্যয়বহুল কর‌তে চান ত‌বে ঘর কর‌তে পা‌রেন কিন্তু ঘর না হ‌লেও হ‌বে। শুধু মাত্র কবুত‌রের থাকার জন‌্য ‌ছোট ক‌রে কোন এক‌টি ব‌্যবস্থা কর‌লেই হ‌বে। ‌যেমন কাঠ বাশ আর টিন দি‌য়ে কবুতর রাখার জন‌্য ছোট ছোট খুপ ‌তৈরী ক‌রে রাখা যায়। আবার অ‌নেক সময় দেখা যায় যারা কবুতর পালন ক‌রে তারা কবুতর থাকার ছোট ছোট খুপ বা ঘর তৈরী ক‌রে বিক্রি ক‌রে।  ত‌বে উন্মুক্ত ভা‌বে পালন কর‌লে খেয়াল রাখ‌তে হ‌বে যেন বিড়াল কুকুর বা সাপ বা বন‌্যপশু না খে‌য়ে ফে‌লে। অ‌নে‌কের অ‌নেক শ‌খের কবুতর বিড়াল বা কুকুর বা খাটাশ ‌খে‌য়ে ‌ফে‌লে সর্বনাশ ক‌রে। এটা ‌থে‌কে সাবধান হ‌তে হ‌বে। 
সপ্তা‌হে সম্ভব না হ‌লে মা‌সে এক‌দিন কবুত‌রের ঘর প‌রিষ্কার ক‌রে দি‌তে হ‌বে।
কবুতর পালন

কবুতর পালন

কবুতর পালন

কবুতর পালন


কবুত‌রের খাবার/Pigeon food

কবুতর অ‌নেক ধর‌নের খাবার খাই।
কবুত‌রের খাবা‌রের জন‌্য আলাদা আলাদা পাত্র লাগ‌বে। পা‌নির পাত্র ও দানাদার খাবার পাত্র আলাদা ও প‌রিষ্কার রাখ‌তে হ‌বে।

ত‌বে কবুত‌রের প্রিয় খাবার গম, চাল ও স‌রিষা। ত‌বে এ‌কেক জা‌তের কবুতর এ‌কেক ধর‌নের খাবার খে‌য়ে থা‌কে। কবুতর ‌যে সকল খাবার খাই তার ম‌ধ্যে উ‌ল্লেখ‌যোগ‌্য হ‌লো
গম
চাল
যব
মসা‌রি
‌খেসা‌রি
কলাই
স‌রিষা
ভাত 
‌ডি‌মের খোসা
এগু‌লো কব‌তি‌রের সুষম খাবার। 



T
hank you watching this. 👍

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.