Header Ads

Header ADS

দাদ রো‌গের কারন ও প্রতিকার/Causes and remedies for ringworm

দাদ রো‌গের কারন ও প্রতিকার:Causes and remedies for ringworm

দাদ রো‌গের কারণ:-Causes for ringworm

দাদ রোগ এক‌টি ছোয়া‌ছে ছত্রাক জ‌নিত ফাংগাল। এ‌টি হয় অপ‌রিষ্কার স‌্যাতস‌্যা‌তে শরী‌রে। তাছাড়া য‌দি বং‌শের কা‌রো বা প‌রিবা‌রের কা‌রে এ দাদ রোগ থে‌কে থা‌কে ত‌বে এই রোগ হ‌য়ে থা‌কে।  অপ‌রিষ্কার বিছানা, কাপড়, ও অপ‌রিষ্কার শরীর থে‌কে এই রোগ ছড়াই। অ‌তি‌রিক্ত ঘাম জ‌মে থাক‌লে সেখান থে‌কেও দাদ রোগ ছড়াই। 

দাদ রো‌গের লক্ষণ:-Symptoms for ringworm

দাদ রোগ বে‌শিরভাগ সময় রা‌নের চিপায় থে‌কে ছড়াই। এ‌টি প্রথ‌মে ছোট গোলাকার বা বৃত্তাকার ‌এক ধর‌নের ‌চিহ্ন দেখা যায় এবং চুলকায়। অ‌নে‌কে প্রথ‌মে এ‌কে এলা‌র্জি ব‌লে। কিন্তু এভা‌বেই দাদ রোগ ছড়াই। দাদ রোগ এক‌টি ভয়ংকর চর্ম রোগ। লক্ষণ দেখা দেওয়ার সা‌থে সা‌থে এর চি‌কিৎসা করা উ‌চিৎ তা না হ‌লে প‌রে আর এর দাদ রোগ সহ‌জে নিরাময় হ‌তে চাইনা। 


দাদ রো‌গ থে‌কে বাচার উপায়


দাদ রো‌গের চি‌কিৎসা:Treatment for ringworm

দাদ রো‌গের প্রতিকার বা চি‌কিৎসা অ‌নেক সহজ আবার অ‌নেক জ‌টিল বলা চ‌লে। কারন অ‌নেক সময় দেখা যায় এ রো‌গের চি‌কিৎসা টানা 2-5 বছর করার পর এই দাদ রোগের সমাধান মে‌লে। যে‌হেতু চুলকা‌লে দাদ রোগ আরও বে‌ড়ে যায় তাই চুূলকা‌নি বা এলা‌র্জি জ‌নিত খাবার প‌রিহার কর‌তে হ‌বে। প‌রিবা‌রের একজ‌নের হ‌লে তার থে‌কে আলাদা থাকাই ভাল। তার ব‌্যবহার করা কাপড় ও অন‌্যান‌্য ‌জি‌নিস ব‌্যবহার করা থে‌কে ‌বিরত থাক‌তে হ‌বে। প‌রিবা‌‌রের এক‌ধিক লো‌কের হ‌লে সবার একসং‌গে চি‌কিৎসা কর‌তে হ‌বে। বিছানা ও কাপড় নিয়‌মিত প‌রিষ্কার রাখ‌তে হ‌‌বে।  শরী‌রে বা আক্রান্ত স্থা‌নে সাবান এবং তেল ব‌্যবহার করা যা‌বেনা।  এবং দে‌রি না ক‌রে একজন ভাল অ‌ভিজ্ঞ চর্ম ডাক্তার এর থে‌কে চি‌কিৎসা নিন। আ‌মি নি‌চে একজন অ‌ভিজ্ঞ চর্ম ডাক্তার এর প্রেস‌ক্রিপসন লিংক দি‌চ্ছি। এতে লোক আল্লাহর রহম‌তে সুস্থ হ‌‌য়ে উ‌ঠে‌ছে। 

দাদ রো‌দের চি‌কিৎসা বা প্রেস‌ক্রিপসন এর জন‌্য এই ‌লিং‌কে প্রবেশ ক‌রেন।  দাদ রো‌গের চি‌কিৎসা




Thank you watching this

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.