শিক্ষামূলক নীতি বাক্য / Educational policy sentences Litha Goram
শিক্ষামূলক নীতি বাক্য
১. শক্তিশালী সে নয় যে কুস্তিতে জয়ী হয় , শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।
_হযরত মোহাম্মদ সা/Prophet Hazrat Mohammad SA
_হযরত মোহাম্মদ সা/Prophet Hazrat Mohammad SA
এটি একটি শিক্ষামূলক নীতি বাক্য। যিনি কথাটি বলেছেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তার প্রত্যেকটি কথা সত্য এবং পরিক্ষীত। কুস্তিতে বা যুদ্ধে কৌশল অবলম্বন করে জেতা যায়। কিন্তু ক্রোধের সময় নিযেকে নিয়ন্ত্রন করা সব থেকে কঠিন কাজ। এই ক্রোধের সময় মানুষ নিয়ন্ত্রন হারিয়ে অনেক ক্ষতির মধ্যে পরে যায়। কেউ কেউ অনেক দামি জিনিস হারিয়ে ফেলে বা নষ্ট করে। এমনকি এই ক্রোধের কারনে অনেকের সম্পর্ক পর্যন্ত নষ্ট হয়ে যায়।
২. যদি ভালোভাবে বাঁচতে চান তা হলে মনে রাখবেন-সমস্যাকে তুচ্ছজ্ঞান করতে
হবে, আর্শীবাদকে গণ্য করতে হবে।
— ডেল ক্যার্নেগি/Dale Carnegie
৩. আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।
_মাইকেল জর্ডান/Michael Jordanএটি একটি শিক্ষামূলক নীতি বাক্য। কথাটি সত্য। আপনি যদি কোন চেষ্টা না করেন তবে সফলতা পাওয়ার আশা করা যায়না। আর আপনি যদি ব্যার্থও হোন কিন্তু বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে একদিন সফল হবেন। আর ব্যার্থতার সবথেকে বড় পাওয়া আপনি চেষ্টা করেছেন যা চেষ্টা না করার মধ্যে নেই।
৪. ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোন একজন।
_রেদোয়ান মাসুদ/Redwan Masoodএই নীতি কথাটি একটি প্রমানিত কথা। আপনি যাকে সবথেকে যাকে আপন মনে করবে সেই আপনার সবথেকে বেশি ক্ষতি করবে সুযোগ বুঝে। যার নিকট থেকে যা আশা করবেন তা পাবেন না। কারন সে আপনার সঠিক মূল্যায়ন করতে পারবেনা। করন আপনি তার যোগ্যতার থেকে বেশি তার উপর নির্ভশীল। আর যার নিকট থেকে কিছু আশা না করবেন তার কাছ থেকেই পাবেন। কারন আপনি তাকে কিছু মনে না করলেও সে আপনাকে অনেক কিছু মনে করে।
৫. যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন।
_হযরত মোহাম্মদ সা/Prophet Hazrat Mohammad SA
_হযরত মোহাম্মদ সা/Prophet Hazrat Mohammad SA
এটি একটি শিক্ষামূলক নীতি বাক্য। যিনি কথাটি বলেছেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। তার প্রত্যেকটি কথা সত্য এবং পরিক্ষীত। এখানে যে বানীটি বলা হয়েছে এটি বর্তমানে মেনে চলা খুবই কঠিন। কারন আজকাল করো দোষ নিয়ে রচনা বলাটা একটা নিয়ম হয়ে গেছে। এই বানীটি একটি ভাল চরিত্রের বৈশিষ্ট বিচার করে। শুধুমাত্র যাদের চরিত্র ভালো তারাই এই কাজটি করতে পারে। তাই পরকালের চিন্তা করে হলেও আমাদের এই কাজটি করা উচিত। কম বেশি খারাপ কাজ সবাই করে। কেউ গোপনে কউ প্রকাশ্যে। কারোটা গোপন থাকে আর কারোটা প্রকাশ পাই। কিন্তু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ বলেছেন যে ব্যক্তি একজন মুসলমানের দোষ গোপন করবে , আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন করবেন। আজ আমি যদি কারো পাপের স্বাক্ষী হয়েও তার পাপকে গোপন রাখি তবে আল্লাহ তালা সকলের দুনিয়া ও আখিরাতে আমার পাপকে গোপন রাখবেন যা দুনিয়াতে সম্মান ও আখিরাতে নাজাত লাভের অন্যতম কারন।
৬. যে মানুষ ভূল করে না বস্তুবে সে কিছুই করে না— স্যার জন ফিলিপস/Sir john Phillips
যে মানুষ ভূল করে না বস্তুবে সে কিছুই করে না- এই বানীটি যারা কাজ করকে গিয়ে ভূল করে এবং এর জন্য নিজেকে অনেক বড় অপরাধী মনে করে তাদের জন্য। কাজ করতে গেলে ভূল হবেই। হোক সেই ভূল ছোট-বড় বা কম-বেশি। আর এই ভূলই হলো অভিজ্ঞতা। আর যারা কোন কাজ না করে তাদের কোন ভূল নেই। কারন তাদের কাজ নেই তাই ভূল নেই। ভাল সঠিক কাজও নেই ভূল কাজও নেই।
৭. জীবন মানে অনিশ্চিৎ ভ্রমণ — উইলিয়াম শেক্সপিয়র/William Shakespeare
আমাদের জীবনটা একটা ভ্রমন ক্ষেত্র। আমাদের ভোগ এবং ত্যাগ সবই একটা ভ্রমন ক্ষেত্র। আমরা জানিনা আজ কবে কোথায় যাব, যার জন্য যাচ্ছি তা হবে কিনা, আমাদের জীবনের শেষ কোথায় তা আমরা জানিনা। আজ বৈধ বা অবৈধ ভাবে এত সম্পদ উপার্জন করছি তা কি আমি নিজে ভোগ করতে পারব? আমার পরবর্তী প্রজন্ম কি পারবে তা ভোগ করতে ? মানষের উথ্থান পতনের কথা কেউ বলতে পারবে না। হয়তো আলাদিনের গল্পের মতো রাতারাতি এক মুহুর্তে আমি বিশাল সম্পদের মালিক হলাম। কিন্তু যেভাবে এক মুহুর্তে বিশাল সম্পদের মালিক হলাম ঠিক তেমন এক মুহুর্তে
আমার মৃত্যুও হতে পারে। আমরা ইতিহাস এর কথা মনে করলে বুঝতে পারব যে কত সম্রাট বা রাজারা মুহুর্তে তাদের সম্পদ বা রাজ্য হারা হয়েছেন।
৮.মানুষের জীবনের বড় শত্রু হলো তার সংশয়, অবিশ্বাস, সন্দেহ — সমরেশ বসু/Samresh Basu
এটিও একটি পরিক্ষীত বানী। আপনার মনে যদি কোন সংশয়, অবিশ্বাস আর সন্দেহ থাকে তবে আপনি কখনোই সফলতার মুখ দেখতে পারবেন না। কারন আপনি কোন কাজ করার আগেই দেখবেন আপনার সংশয়, অবিশ্বাস আর সন্দেহ আপনাকে সেই কাজ হাতে নেওয়ার আগেই আপনাকে সেখান থেকে দুরে সরিয়ে দেবে।
৯.আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না।
_শেখ সাদী/Sheikh Saadi
_শেখ সাদী/Sheikh Saadi
যে আল্লাহকে ভয় পায় সে যা ইচ্ছা তা করতে পারেনা, মন্দ কাজ করতে গেলে সে বারবার চিন্তা করে। কারন সে জানে প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহী করতে হবে। আর এই ব্যক্তি আল্লাহ ব্যতিত অন্য কাউকে ভয় করেনা। কারন সে এটাও জানে সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে বাঁচাতে বা মারতে পারেন। আর আল্লাহ যাকে দিবেন অন্য কেউ তার থেকে কেড়ে নিতে পারবেন না, আর আল্লাহ নিলে তা ধরে রাখার ক্ষমতা কারো নেই।
আর যে আল্লাহকে ভয় করেনা সে যা ইচ্ছা তাই করে। সে যে কোন মানুষের ক্ষতি করতে পারে। সে ভলো মন্দে বিস্বাশী নয়। সে নিজের স্বার্থের জন্য যা ইচ্ছা করতে পারে।
১০.মিথ্যার দাপট ক্ষণস্থায়ী সত্যর দাপট চিরস্থায়ী।
_হজরত সোলাইমান(আঃ) /Hazrat Solaiman (AS)
_হজরত সোলাইমান(আঃ) /Hazrat Solaiman (AS)
মিথ্যা কথা দিয়ে হয়তো বারবার জয়ী হওয়া যায় । কিন্তু মিথ্যা দিয়ে হাজারবার জয়ী হলে হাজারবার ধ্বংস হতে হবে। আর সত্য হলো চিরস্থায়ী। সত্য দিয়ে একবার জয়ী হলেও তা চিরস্থায়ী এবং তা চিরকাল মানুষের মাঝে বেঁচে থাকে।
১১.স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না। এ পি জে আব্দুল কালাম/APJ Abdul Kalam
স্বপ্ন এমন একটা বিষয় যা আমরা ঘুমিয়ে দেখি তা নয়। কারন ঘুমের ঘরে আমরা যা দেখি তা হলো শুধুই কল্পনা। যা বাস্তব করা সম্ভবনা। কারন ঘুমের ঘরে দেখা আর কল্পনা করা একি বিষয়। আমি এখন ঘরে বসে কল্পনা করলাম আজকে আমি আমেরিকা বা সৌদি আরব চলে গেলাম । বাস্তবে তা সম্ভবনা। হ্যা সম্ভব তবে আমার কল্পনা যেমন এক সেকেন্ডে আমেরিকা বা সৌদি আরব চলে গেছে এটা সম্ভব না। তবে আমি আমেরিকা বা সৌদি আরব যেতে পারব এর জন্য আমাকে পরিশ্রম করতে হবে। আমাকে পাসপোর্ট করতে হবে, ভিসার ব্যবস্থা করতে হবে। এরপর কিছু নিয়ম পালন করতে হবে এবং সময়ের অপেক্ষা করতে হবে। এটাই স্বপ্ন। যা জেগে জেগে দেখা হয়। কারন আমার স্বপ্ন আমাকে ঘুমাতে দেবে না। আমার চিন্তা চেতনা থাকবে একটাই আমি আমার লক্ষে পৌছাব। কিভাবে পৌছৈাব, কবে পৌাছাব ইত্যাদি।
১২. এমন কেউ নেই যে কিছু হারায়নি, জীবনভর শুধু পেয়ে গেছে —- জন ক্লার্ক/Jon Clark
মানুষের জীবনে উথ্থান পতন আছে। উথ্থান পতন ছাড়া মানুষ হতে পারেনা। সে হয় পশু নয়তো পাগল। এদের বিবেক থাকতেও নেই। এরা কোন কিছু বিচার করেনা। এদের চাওয়া পাওয়া সম্পর্কে ও যানেনা। তাই প্রত্যেক মানুষের জীবনে চাওয়া ও পাওয়া রয়েছে যার সবটুকু পাওয়া সম্ভবনা। এবং পেয়েও হারিয়ে থাকে অনেক কিছু।
১৩.জীবন ক্ষণস্থায়ী, কাজেই উপার্জনের পাশাপাশি তা ভোগ করে যাওয়া উচিত। — স্যামুয়েল জনসন/Samuel Johnson
আমাদের জীবনটা একটা ভ্রমন ক্ষেত্র। আমাদের ভোগ এবং ত্যাগ সবই একটা ভ্রমন ক্ষেত্র। আমরা জানিনা আজ কবে কোথায় যাব, যার জন্য যাচ্ছি তা হবে কিনা, আমাদের জীবনের শেষ কোথায় তা আমরা জানিনা। আজ বৈধ বা অবৈধ ভাবে এত সম্পদ উপার্জন করছি তা কি আমি নিজে ভোগ করতে পারব? আমার পরবর্তী প্রজন্ম কি পারবে তা ভোগ করতে ? মানষের উথ্থান পতনের কথা কেউ বলতে পারবে না। হয়তো আলাদিনের গল্পের মতো রাতারাতি এক মুহুর্তে আমি বিশাল সম্পদের মালিক হলাম। কিন্তু যেভাবে এক মুহুর্তে বিশাল সম্পদের মালিক হলাম ঠিক তেমন এক মুহুর্তে
আমার মৃত্যুও হতে পারে। আমরা ইতিহাস এর কথা মনে করলে বুঝতে পারব যে কত সম্রাট বা রাজারা মুহুর্তে তাদের সম্পদ বা রাজ্য হারা হয়েছেন। তাই জীবনে উপার্জনের পাশাপাশি তা ভোগ করা উচিত।
১৪.মানুষের জীবনটাই অগণিত ভুলের যোগফল—- হোমারক্রয়।Homer Purchase
আমরা আমদের জীবনে যে কাজ করে থাকি তার মধ্যে অগনিত ভূল রয়েছে। আর ভূল ছাড়া মানুষ হতে পারেনা। কারন মানুষ মাত্রই ভূল করে। ভূল করা মানুষের স্বভাব। এবং চিরস্থায়ী স্বভাব। একটি কাজ করতে গেল বারবার ভূল হয়, একটি ঠিক করলে আরেকটি রয়ে যায়। এভাবে ভূল সংশোধন করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায়।
১৫.আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দন্ডায়মান — লিথা গোরাম/Litha Goram
আমাদের জীবন আমাদের েইচ্ছার উপর নয় আমাদের কর্মের উপর দন্ডায়মান। কারন আমি ইচ্ছা করলে অনেক কিছু হতে পারে। এক মুহুর্তের মধ্যে আমি নিজেকে সারা বিশ্বের প্রধানমন্ত্রী ভাবতে পারি। ভাবতে পারি আমার কথায় সারা পৃথিবী চলতেছে। কিন্তু ইচ্ছা করলেই হবেনা। ইচ্ছা অনেক কিছু করা যায়। বাস্তবে তা রূপান্তর করতে গেলে সেই মোতাবেক কাজ করতে হবে। যোগ্যতা অর্জন করতে হবে। পরিশ্রম করতে হবে। যেমন পরিশ্রম করে যোগ্যতা অর্জন করবে ঠিক ফল তেমন পাবে।
একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা।
_শেখ সাদী/Sheikh Saadi
একজন ঘুমন্ত মানুষ কখনো আকেজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারেনা। কারন দুজন মানুষের মধ্যে কোন পার্থক্য নেই। যদি ঘুমন্ত মানুষ ডেকে দেয় তবে সে ঘুমিয়ে নেই সে ঘুমের অভিনয় করছে।
কবুতর পালন পদ্ধতি জানতে নিচের লিংকে ক্লিক করুন।
Thank you watching this 👍
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন