Header Ads

Header ADS

আমা‌দের গ্রাম

আমা‌দের গ্রা‌মের নাম ব্রাহ্মণপা‌ড়িল। আমা‌দের গ্রাম‌টি দেখ‌তে অ‌নেক সুন্দর। গ্রাম‌টি দেখ‌তে ‌ঠিক যেন ছ‌বির ম‌তো। আর ক‌বির লেখা ক‌বিতার ম‌তো। সব আ‌‌ছে আমা‌দের গ্রা‌মে। আ‌ছে সুখ দুঃখ, হা‌‌‌সি কান্না। আমা‌দের গ্রা‌মের এক পাশ দি‌য়ে বড় গে‌‌ছে বড় এক‌টি রাস্তা। সেই রাস্তা ‌দি‌য়ে প্রতি‌দিন হাজার হাজার মানুষ যাতায়াত ক‌রে। গ্রা‌মের ভিতর দি‌য়ে প্রবেশ ক‌রে‌ছে এক‌টি ছোট রাস্তা। এই রাস্তা দি‌য়ে‌ গ্রা‌মের মানূষই ‌বে‌শি চলাচল ক‌রে। এই গ্রা‌মে প্রাই সকল পেশার মানুষ বাস ক‌রে। ত‌বে কৃষক শ্রেণীর লোকই বে‌‌‌শি। এ গ্রা‌মের বে‌শির ভাগ ঘর তৈরী টি‌নের। ত‌বে মা‌ঝেমা‌ঝে পাকা বা‌ড়িও দেখা যায়। 
আমা‌দের গ্রা‌মের আ‌ছে পা‌শে সবুজ শ‌্যামল শস‌্য ক্ষেত র‌য়ে‌ছে। যেখা‌নে কৃষকরা সারা বছর জু‌ড়ে ফসল ফলায়। 
বি‌ভিন্ন প্রকার ধান, পাট, গম, স‌রিষা ইত‌্যা‌দি। গ্রা‌মের এক পাশ দি‌য়ে ব‌য়ে গে‌ছে ছোট এক‌টি নদী। নদীর দুুপা‌শে আ‌ছে বা‌ড়িঘর যেখা‌নে জে‌লে‌দের বাস। সকাল হওয়ার আ‌গেই জে‌লেরা নদী থে‌কে মাছ ধ‌রে বাজা‌রে নি‌য়ে যায় ‌বি‌কি্র কর‌তে।  এই নদী‌তে প্রাই অ‌নেক লোক আ‌সে গোসল কর‌তে । এবং অ‌নেক লোক এখান থে‌কে মাছ ধ‌রে অর্থ উপার্জন ক‌রে। 
আম‌দের গ্রা‌মের ঠিক মাঝখা‌নে র‌য়ে‌ছে অ‌নেক বড় খেলার মাঠ। যেখা‌নে সকাল বেলা গরুরা ঘাস খায়। আর বি‌কেল হ‌লে এই গ্রা‌মের ছে‌লেরা মা‌ঠে যায় বি‌‌ভিন্ন রক‌মের খেলা খে‌লে। বড়‌দের ম‌ধ্যে অ‌নে‌ক‌ে খে‌‌লে ক্রিকেট আবার অ‌নে‌কে খে‌লে ফুটবল। 
আমা‌দের গ্রাম অ‌নেক সুন্দর । আ‌মি আমা‌দের গ্রাম‌কে অ‌নেক ভালবা‌সি। 

আমাদের গ্রাম

আমা‌দের গ্রাম



Thank you watching this

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.