ঈমানের বিষয় সমূহ Matters of faith
Matters of faith ঈমানের বিষয় সমূহ
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ।
আজকে আমরা ঈমান নিয়ে আলোচনা করব। আমরা জানি আল্লাহর নিকট একমাত্র মননিত ধর্ম হলো ইসলাম। একজন মুসলমানের জন্য ঈমান অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
ঈমানের মুল বিষয় হল তিনটি।
১. ইসলামের সকল বিষয় মনে প্রানে বিশ্বাস করা
২. ইসলামের সকল বিষয় মুখে স্বীকার করা
৩. সে অনুযায়ী আমল বা কাজ করা।
এই তিনটি বিষয় থেকে যদি কোন একটি বাদ যায় তবে তার ঈমান ঠিক থাকবে না।
এই তিনটি বিষয় থেকে যদি কোন একটি বাদ যায় তবে তার ঈমান ঠিক থাকবে না। ইসলামের সকল বিষয় মনে প্রানে বিশ্বাস করে সেই অনুযায়ী কাজ করতে হবে এবং মুখে তা স্বীকার করতে হবে। কেউ যদি মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস না করে তবে হবে না, অর্থাৎ এই তিনটি বিষয় এর মধ্যে একটি কেও খাটো করে দেখা যাবে না।
এইযে তিনটি বিষয় এর কথা বলা হলো, এখন প্রশ্ন হলো আমরা মুখে স্বীকার করব, কি অন্তরে বিশ্বাস করব বা কি আমল করব বা কাজ করব? এখন আমরা সেই আলোচনাটাই করব।
৭ টি বিষয়ের উপর আমাদের অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার ও সেই অনুযায়ী কাজ করতে হবে।
তা হলোঃ
১. আল্লাহ এক
আল্লাহ এক ও অদ্বিতীয়, তাঁর সমতুল্য কেউ নন, তিনি কাউকে জন্ম দেননি বা নেননি। তিনি সকল কিছুর সৃষ্টকারী। তিনি সর্বশ্রেষ্ঠ ও সব ক্ষমতার অধিকারী এবং সকল ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনিই।
২. ফেরেস্তা
ফেরেস্তারা নুরের তৈরি, তাদের মধ্যে কোন ছেলে মেয়ে নেই, তাদের বিয়েরও কোন প্রয়োজন নেই, নেই তাদের কোন খাবার বা বিশ্রামের প্রয়োজন। তারা সবসময় আল্লাহর আদেশ পালন করতে থাকে।
৩. নবী রাসুল
যুগে যুগে আল্লাহ তালা নবী ও রাসুল প্রেরণ করেছেন পথভ্রষ্ট মানুষকে সঠিক পথে আনার জন্য, মানুষের শিক্ষক হিসেবে যুগে যুগে আল্লাহ তালা নবী ও রাসুল প্রেরণ করেছেন। তাঁরা মানুষকে ভাল মন্দ, সঠিক পথ দেখিয়েছেন, তাদের মাধ্যমেই মানুষ আল্লাহকে চিনতে পারেন। আর এর জন্য তারা অনেক কিছু হারিয়েছেন, অনেক নির্যাতিত হয়েছেন অনেক কষ্ট সয্য করেছেন। সর্ব প্রথম নবী হযরত আদম (আ) ও সর্বশেষ নবী ও রাসুল মোহাম্মদ (সা)।
৪.আসমানী কিতাব
আসমানী কিতাব মুলত আল্লাহ প্রদত্ব এক রকম বই। যেখানে সকল প্রকার দিক নির্দেশনা দেওয়া আছে। বড় কয়েকটি আসমানী কিতাব হল, তাওরাত, যাবুর, ইনজিল, ও সর্বশেষ আসমানি কিতাব হল কোরান মজিদ।
৫.তকদীর
তকদীর বিশ্বাস করা ঈমানের বড় একটা বিষয়। বিষয় টা এমন না যে আপনি ঘরে বসে রইলেন আর তকদীরে যা আছে তাই হবে। আপনাকে আপনার মতো করে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং ফলাফলের জন্য আল্লাহ তালার উপর ভরষা রাখতে হবে এবং ধৈর্য ধারন করতে হবে।
৬.মৃত্যুর পর পুনরুত্থান
আমাদের ইহকালের জীবন ই শেষ নয়। আমাদের মৃত্যুর পর শুধু ক্ষনিকের জন্য রুহ দেহ ত্যাগ করে। মৃত্যুর পর আবার নতুন জীবন শুরু হবে। সেখানে দুনিয়ার ভাল মন্দ কাজের হিসাব হবে এবং সেই অনুসারে জান্নাত ও জাহান্নাম নির্ধারিত হবে।
৭.শেষ দিবস
শেষ দিবস বা শেষ বিচারের দিন। সেখানে হবে ভাল মন্দের হিসাব। সেখান থেকেই চুড়ান্ত হবে কে জহান্নামি আর কে জান্নাতি।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন