Header Ads

Header ADS

নামাজের ফরজ ও ওয়াজিব - Prayers are obligatory

নামাজের ফরজ ও ওয়াজিব - Prayers are obligatory




আমরা যে প্রতিদিন নামাজ আদায় করি তার সব কি ঠিক আছে, আমাদের নামাজ কি সুন্নাত সম্মত নাকি আলাদা, নামাজে কি এমন কিছু বাদ পড়ে যাচ্ছে নিজের অজান্তেই যার কারনে নামাজ নষ্ট হতে পারে। হতে পারে ছোট্ট একটি বিষয় বাদ পড়ে গেল নামাজে, যার কারনে নামাজ নষ্ট হতে পারে। আজ আমরা এমন কিছুই জানব।
প্রত্যেক প্রকার নামাজে রয়েছে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল।
নামাজের ভিতর ও বাহিরে যে ফরজ গুলো রয়েছে তাকে বলা হয় আরকান ও আহকাম। নামাজের ভিতরে ও বাহিরে মোট ১৩ টি ফরজ রয়েছে।
নামাজের বাহিরে ৬ টি ফরজ রয়েছে যা ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যায়।

নামাজের বাহিরের ফরজ সমুহঃ 
১. শরীর পাক রাখা
২. কাপড় পাক রাখা
৩. জায়গা পাক রাখা (নামাজের স্থান) 
৪. সতর ঢাকা
৫. কিবলামুখী হওয়া 
৬. ওয়াক্ত মত নামাজ পড়া
৭. নিয়ত করা

নামাজের ভিতরে ৬ টি ফরজ রয়েছে যা ছুটে গেলে নামাজ পূনরায় পরতে হবে।

নামাজের ভিতরের ফরজ সমুহঃ
১. তাকবীরে তাহরিমা করা( আল্লাহু আকবার বলা)
২. কিয়াম করা
৩.ক্বেরাত পড়া
৪. রুকু করা
৫. সিজদাহ্ করা
৬. শেষ বৈঠকে বসা( তাশাহুদ পড়া)

নামাজের ওয়াজিব সমুহ যা আদায় না করলে বা ভুল হলে সাহু সিজদাহ্ দিতে হয়।

নামাজের ওয়াজিব সমুহঃ
১। তাকবিরে তাহরিমার সময় আল্লাহু আকবার বলা 
২। সুরা ফাতেহা পড়া
৩। সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলানো
৪। ফজর নামজের প্রথম দুই রাকাত কেরাতের জন্য নির্দিষ্ট করা
৫। কেরাতের পূর্বে সুরা ফাতিহা পাঠ করা
৮। সিররী (অনুচ্চস্বরে কেরাত পড়া হয় এমন) নামাজে অনুচ্চস্বরে কেরাত পড়া।
৯। নামাজের রোকনসমূহ ধীরস্থিরভাবে আদায় করা 
১০। রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো
১১। সেজদার মাঝে কপাল ও নাক জমিনের সাথে লাগিয়ে রাখা। ১২। প্রত্যেক রাকাতে এক সেজদার পর অপর সেজদা করা
১৩। উভয় সেজদার মাঝে বসা। 
১৪। প্রথম বৈঠক করা (চার রাকাত বিশিষ্ট নামাজে দুরাকাত পড়ার পর) । 
১৫। প্রথম বৈঠক ও শেষ বৈঠকে তাশাহ্যুদ পড়া।
১৬। প্রথম বৈঠকের পরে বিলম্ব না করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানো ।
১৭। নামজের ক্রিয়াসমূহের মাঝে তারতীব রক্ষা করা।
১৮। সালাম শব্দ দ্বারা নামাজ শেষ করা। 
১৯। বেতের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.