Header Ads

Header ADS

হারিয়ে যাওয়া ভালবাসা (১ম অংশ) Lost love Part 1

হারিয়ে যাওয়া ভালবাসা

রহিতের বয়স ৭। রহিত বাবার একমাত্র ছেলে। রহিতের চাচা আছে ৩ টি। রহিতের বাবা সবার থেকে ছোট। রহিতের দাদার বয়স প্রায় ৭০। এখন কাজ কর্ম করতে পারেনা। আগে খুব পরিশ্রমী ছিলেন রহিতের দাদা। রহিতকে খুব আদর করত তার দাদা মোহাম্মদ। মোহাম্মদ বসে থাকে উঠানের উপর, কখনো ঘরের ভেতর। আর রহিতের সাথে খেলা করত। রহিত তেমন কিছু বুঝেনা এখনো। রহিতের দাদা হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। একধম ঘরে বসে থাকে, ঘরের সামনে থেকে রহি রহি বলে ডাকে। বিছানায় বসেই রহিতকে কোলে নিয়ে বসে থাকে মোহাম্মদ। এই মোহাম্মদ রহিতকে নিয়ে মসজিদে আসা যাওয়া করত। রহিতের হাত ধরে মসজিদে নিয়ে যেত মোহাম্মদ। আবার মসজিদ থেকে নিয়ে আসত, একদিন রহিতকে নিয়ে ত বিশাল ঝগড়া মসজিদে। রহিত ছোট মানুষ, সে কেন সামনের কাতারে বসবে। মোহাম্মদ তাকে সামনে বসাবে তার সাথে, সামনে বসলে কি সমস্যা মোহাম্মদ তা বুঝতে পারেনা। এদিকে রহিতের দাদি চিন্তায় আছে, তারাবির নামাজ পড়তে এতো দেরি হয়না। রহিতের দাদি এগিয়ে গেল, রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর রহিত ও তার দাদা বের হয়ে আসল মসজিদ থেকে। তারপর তারা তিনজন বাড়ি ফিরে আসল। আজ রহিতের সেই দাদু এতোটাই অসুস্থ হয়ে পড়েছে যে বিছানা থেকে উঠতে পারছে না। মোহাম্মদ বিছানা থেকে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে রহিতকে, দেখে আরও অনেককে, আর চোখের পানি ফেলে, আফসোস করে কেন আজ সবার সাথে মিশতে পারছেনা। এভাবে কিছুদিন যাওয়ার পর আজ হঠাৎ মোহাম্মদ কিছু খাচ্ছেনা, কোন কথা নাই, শুধু এদিক ওদিক তাকাই, মনে হয় কাউকে খুঁজছে বা কাউকে ডাকছে। শুধু তার চোখের চাওনি বাদ দিয়ে সব মরে গেছে, এই মাত্র তার চোখ দুটিও হয়ত গেল, সে বেঁচে আছে নাকি মরে গেছে বুঝা যাচ্ছেনা। কিন্তু সবাই কান্না শুরু করে দিছে। সবাই কান্না, ভাল একটা মানুষ ছিল মোহাম্মদ। তাঁর আত্বীয় স্বজনকে খবর দেওয়া হলো। 

বাকি অংশ ২য় পর্বে।

Thank you watching this

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.