ইসমে আজমের ফজিলত
ইসমে আজমের ফজিলত
ইসমে আজম মহান আল্লাহ সর্বোত্তম গুণ বিশিষ্ট নাম। এর অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম। এজন্য একে ইসমে আজম নামে অভিহিত করা হয়েছে। এ দোয়া পাঠ করে মহান আল্লাহর নিকট যে দোয়া করবে, আল্লাহ তাআলা তা কবুল করবেন।
আল্লাহ তাআলার এ ইসমে আজম সম্পর্কে বিজ্ঞ আলেমগণ এবং অলিগণের মধ্যে মতভেদ আছে। আল্লামা জালাল উদ্দিন সুয়ুতী (রহঃ ) সকল আলেমের ইসমে আজম একত্রিত করে যে দোয়াটি লিখেছেন তা এখানে উল্লেখ করা হলো।
যে ব্যক্তি প্রত্যহ ২১ বার অথবা সাতবার নিম্নে ইসমে আজম পাঠ করবে সে সকলের নিকট শ্রদ্ধাভাজন হবে এবং পাঠকারীর সর্বপ্রকার কাজকর্ম সহজ হবে। ব্যবসা ও প্রার্থীব জীবনে যথেষ্ট উন্নতি লাভ হবে।
ইসমে আজম
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন