মোনাজাতের দোয়া,
মোনাজাতের দোয়া।
২ নং দোয়া দ্বারা আমাদের নিজেদের নফসের উপর জুলুম করার গুনাহ থেকে ক্ষমা চাওয়া ও আল্লাহ তালার করুনা প্রার্থণা করা হয়েছে।
৩ নং দোয়ার মাধ্যমে আল্লাহ তালার নিকট হেদায়েত চাওয়া হয়েছে, যে হেদায়েত আল্লাহর কাছে রয়েছে, আর হেদায়েত ছাড়া কোন ব্যক্তি আলোর পথ পাবেনা।
আজকে কয়েকটি মোনাজাতের দোয়া শেয়ার করব, যা অত্যান্ত ফজিলত পূর্ণ ও অর্থের দিক দিয়ে খুব ভাল এবং যার মধ্যে দুনিয়া ও আখিরাতের চাওয়া রয়েছে। এই দোয়াগুলো নফল নামাজের সিজদাহেও করা যেতে পারে।
এখানে ৫টি দোয়া দেওয়া হলো।
১ নং দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ ও দরকারী আমাদের জীবনে। এই সংক্ষিপ্ত দোয়াতে দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থণা করা হয়েছে, সেই সাথে দোযখের আজাব থেকে পানাহ চাওয়া হয়েছে। ছোট্ট এই দোয়ার আমাদের জীবনের সকল চাওয়া রয়েছে।
২ নং দোয়া দ্বারা আমাদের নিজেদের নফসের উপর জুলুম করার গুনাহ থেকে ক্ষমা চাওয়া ও আল্লাহ তালার করুনা প্রার্থণা করা হয়েছে।
বর্তমান সময়ে অনেক স্ত্রী, ও সন্তান পিতার অবাধ্য হয়ে থাকে। এই দোয়ার মাধ্যমে স্ত্রী ও সন্তানদের জন্য দোয়া করা হয়েছে।
আল্লাহ আমাদের সকল দোয়া কবুল করুন- আমিন।
Thank you watching this.
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন