Header Ads

Header ADS

ইসলা‌মিক বানী

                                ইসলা‌মিক বানী 
                                ইসলা‌মিক বানী 

১. হযরত আবু হুরায়রা (রা) হ‌তে ব‌র্নিত। তি‌নি ব‌লেন রাসুল  (সা) ইরশাদ ক‌রে‌ছেন, আ‌রোহী ব‌্যক্তি পদব্রজে গমনকা‌রি ব‌্যক্তি‌কে, পদব‌্রজে গমনকারী ব‌্যক্তি উপ‌বিষ্ট ব‌্যক্তি‌কে এবং কম সংখক লোক অ‌ধিক সংখক লোক‌কে সালাম দি‌বে। ( বুখারী ও মুস‌লিম ) 10'5'19

২. হযরত আবু হুরায়রা (রা) হ‌তে ব‌র্নিত। তি‌নি ব‌লেন রাসুল  (সা) ইরশাদ ক‌রে‌ছেন, কম বয়সী ব‌য়োজ্যেষ্ঠ‌কে , অ‌তিক্রমকারী উপ‌বিষ্ট ব‌্যক্তি‌কে এবং কম সংখক লোক অ‌ধিক সংখক লোক‌কে সালাম দি‌বে। ( বুখারী) 10'6'19

৩. হযরত আবু হুরায়রা (রা) হ‌তে ব‌র্নিত। তি‌নি ব‌লেন, নিশ্চয় রাসুল  (সা) ( একবার) কিছু সংখক বাল‌কের নিকট দি‌য়ে পথ অ‌তিক্রম কর‌লেন এবং তা‌দের‌কে সালাম দি‌লেন।  ( বুখারী ও মুস‌লিম ) 10'7'19

৪. হযরত ‍উসামাহ ইবনে যায়েদ (রা) হতে বর্ণিত। তিনি বলেন একদা নবী করীম (সা:) এক সমাবেশের নিকট দিয়ে গমন করলেন। সেখানে মুসলিম, মুশরিক তথা র্মূতি পূজক এবং ইয়াহুদীরা একত্রিত ছিল। 10-12-21

৫.  হযরত আবু হুরায়রা (রা) হ‌তে ব‌র্নিত। তিনি নবী করীম (সা:) থেকে অত্র ঘটনায় আরো বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, রাস্তার আরেকটি হক হল(পথ হারা ব্যক্তির) পথের সন্ধান দেয়া। ইমাম আবু দাউদ (রহ:) হযরত আবু সাইদ খুদরী (রহ:) এর বর্ণিত হাদীসের শেষাংশে এরূপ বর্ণনা করেছেন।10-14-21

৬.হযরত আবু উমামাহ (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুল  (সা:) ইরশাদ ক‌রে‌ছেন, নিশ্চয় আল্লাহর নিকট ঐ ব্যক্তি উত্তোম যে প্রথমে সালাম দেয়। (আহমদ, তিরমিযী, আবু দাউদ) 10-19-23

৭.হযরত আলী ইবনে আবদুল্লাহ (রা:) হতে বর্ণিত। একদা নবী করীম (সা:০ একদল মহিলার নিকট দিয়ে অতিক্রম করলেন এবং তিনি তাদেরকে সালাম দিলেন। ( আহমদ) 10-20-23

৮. হযরত আনাস (রা:) হতে বর্ণিত। তিনি বলেন রাসুল (সা:) বলেছেন, হে বৎস! যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবে তখন সালাম করবে। কেননা , তোমার সালাম তোমার ও তোমার ঘরের লোকদের জন্য বরকতের কারণ হবে। ( তিরমিযী) 10-25-24

৯. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা:) ইরশাদ করেছেন, প্রথমে সালাম প্রদানকারী অহংকার মুক্ত। (বায়হাকী) 10-39-29

১০. হযরত জাবির (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা:) বলেছেন, যখন তোমাদের কেউ কোন পত্র লিখবে তখন সে যেন (লেখা শেষে) তাতে মাটি লাগিয়ে দেয়। কেননা, ইহা উদ্দেশ্য সফল হওয়ার ক্ষেত্রে অধিক কার্যকর। (তিরমিযী) 10-30-25



১১. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা:) হতে বর্নিত। তিনি বলেন, নবী করীম (সা:) আমাকে বলেছেন আমার নিকট তোমাকে প্রবেশের অনুমতি দেয়া হল। তুমি পর্দা উঠিয়ে ভেতরে চলে আসবে এবং তুমি আমার গোপন কথা শুনতে থাকবে, যে পর্যন্ত না আমি তোমাকে নিষেধ করি। (মুসলিম) 10-41-31

১২. হযরত জাবির (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা:) বলেছেন, যে ব্যক্তি প্রথমে সালাম দিবেনা তাকে তোমরা প্রবেশের অনুমতি দেবে না। (বায়হাকী) 10-49-33



১৩. হযরত ইবনে ওমর (রা:) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (সা:) হতে এরশাদ করেন। তিনি বলেন: কোন ব্যক্তি যেন অপর ব্যক্তিকে তার বসার স্থান হতে উঠিয়ে দিয়ে পরে তথায় বসে না পড়ে। বরং তোমরা চেপেচেপে বসে জায়গা প্রশস্ত ও বিস্তৃত করে দাও। ( বুখারী, মুসলিম) 10-69-39

Thank you watching this.👍



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.