আমার প্রথম হাট, my first mart
আমার বয়স ৭, আমার নাম সাগর। আজ শুক্রবার। আমাদের এখানে আজকে হাঁট হবে। সবাই দুপুরে খেয়ে হাঁটে যাবে কেনাকাটা করতে। সপ্তাহে ১ দিন এখানে হাট বসে। আজ আমি বাবার সাথে হাটে যাব। তাই আগে থেকেই নতুন কাপর পড়ে প্রস্তুত হয়ে আছি। বাবা আমাকে তার কাঁধে তুলে নিয়ে রওনা হলো। মা বাবা কে বলল ছেলের জন্য বড় একটা মাছ নিয়ে আসবা।প্রায় দুই কি.মি. পথ পায়ে হেঁটে বাবা আমাকে কাঁধে নিয়ে হাঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখি আশেপাশে আরও অনেক লোক হাঁটে যাচ্ছে। তাদের মধ্যে আমার বাড়ির অন্যান্য লোকও ছিল। হাঁটের কাছে আসতেই অনেক শব্দ শুনতে পেলাম। কিন্তু কিছু বুঝাও যাচ্ছে না, কিছু দেখাও যাচ্ছে না। আর একটু এগিয়ে যাওয়ার পর দেখলাম অনেক মানুষ, মানুষ আর মানুষ, আর অনেক শব্দ। আমি প্রথমে ভয় পেলাম, যদি হাড়িয়ে যায়। বাবা আমাকে কাঁধ থেকে নামালো। আমি দেখতে পেলাম হাটে তিনটা বটগাছ আছে, গাছগুলো ছায়া দিয়ে রেখেছে হাটের সব মানুষকে। বাবা এক হাতে বাজারের ব্যাগ অন্য হাত দিয়ে আমাকে ধরে সারা হাঁট ঘুরিয়ে দেখাল আর বাজার করল। আর আমাকেও শিখালো কিভাবে বাজার করতে হয়। এরপর নিয়ে গেলে বাজার একপাশে। সেখানে গিয়ে দেখি শুধু খাবার জিনিস। ঝালমুড়ি, চানাচুর, কদমা, বাতাসা, জিলাপি সহ আরো নানান কিছু, বাবা আমাকে বলল কি খাবে। আমি বললাম কদমা। বাবা আমাকে কদমা কিনে দিল আর বাড়ির জন্য নিল জিলাপি। তারপর গেলাম মাছের বাজারে। সেখানেও দেখলাম নানান রকমের মাছ। আমাকে বাবা জিজ্ঞেস করল কি মাছ নেব কিন্তু আমি বলতে পারলাম না। তাই বাবা অনেক বড় একটা শোল মাছ কিনল। এরপর আবার বাবা আমাকে কাঁধে তুলে নিল আর এক হাতে ব্যাগ নিয়ে বাড়ি চলে আসল।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন