দাদ রোগের সমাধান-The solution to Ringworm
দাদ রোগের সমাধান-The solution to Ringworm
দাদ রোগের সমাধান, দাদ রোগ, দাদ রোগ থেকে বাঁচার উপায়, দাদ রোগ ভালো করার উপায়
দাদ রোগের সমাধান, দাদ রোগ, দাদ রোগ থেকে বাঁচার উপায়, দাদ রোগ ভালো করার উপায়
আমি প্রায় ২ বছর দাদ রোগে ভুগেছি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, এ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়েছি, সর্বশেষ যে মেডিসিন এ সুস্থতা দান করেন আল্লাহ, তা নিম্নে দেওয়া হল।
Tab: Flugal 50(১ মাস)
1+0+0
Tab: Azithrocin 500(১০ দিন)
0+0+1
Tab: Fexo 120 (১৫ দিন)
0+0+1
Cap: Itra (১ মাস)
1+0+1
Tab: Bextarm gold(১ মাস)
0+1+0
Cap: Sergel 20 (১ মাস)
1+0+1 (খাবার আগে)
Econet / Fungidal Hc (১ মাস) প্রতিদিন ৩ বার করে আক্রান্ত স্থানে লাগাতে হবে।
আর যাদের রানের চিপায় দাদ আছে তারা গ্যাকোজিমা মলমটা ব্যবহার করবেন, তবে এটা পাতলা ও নরম স্কীন এ ব্যবহার করবেন না। যেমন মুখে বা গালে, এটা এসিড জাতীয়। তাই উপরের চামড়া ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু পায়ে বা রানের চিপায় দিলে সমস্যা নেই, চামড়া শক্ত হওয়ায় কাজে লাগে।
এটি একজন অভিজ্ঞ চর্ম ডাক্তার থেকে প্রাপ্ত প্রেক্রিপসন।
বেগুন, গরুর গোস্ত, কচু শাক, চিংড়ি মাছ এবং এলার্জি জাতীয় খাবার খাওয়া নিষেধ। সুস্থ হলে খাওয়া যাবে।
কারো সাথে কাপড় বা ব্যবহার এর জিনিস ভাগাভাগি করা যাবে না, নিজের বেড আলাদা ও প্রত্যেক দিনের ব্যবহার করা কাপড় প্রত্যেকদিন গরম পানি ও সাবান দিয়ে পরিষ্কার করতে হবে।
দাদ |
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন