Header Ads

Header ADS

ফিরে পাওয়া আনন্দ

 ফিরে পাওয়া আনন্দ


রায়াতের বয়স ৮ বছর, সে একটি গ্রামের ছেলে, তার বাবা একজন কৃষক ও মা গৃহিণী, বাবা মায়ের একমাত্র ছেলে রায়াত। গ্রামের ছেলে বলে কথা, তাই তার বাবার সব কাজে সে অংশগ্রহণ করে। মানে তার বাবার সাথে থাকে। তখন ছিল রমজান মাস। জমিতে ধান গাছের বীজ বপন করা হয়েছে। সেখানে নিয়মিত পানি দিতে হয়। রায়াতের বাবা রায়াতকে নিয়ে সেখানে পানি দিতে যায়। এই চারা ধানে তখন পানি দিত সেচ দিয়ে। খাবার পাত্র বা অন্য কোন পাত্র দিয়ে সেচ দিত। সেচ দিচ্ছিল রায়াতের বাবা। এই ফাকে রায়াত খেলতে খেলতে ঐ স্থান ত্যাগ করে। রায়াতের বাবা কাজ শেষ করে বাড়ি আসে, এসে দেখে রায়াত বাড়ি আসেনি। অনেক খুঁজাখুঁজির পরও রায়াতকে পাওয়া গেলনা। রায়াতের বাবা মা অস্থির হয়ে কান্না শুরু করে। চারা ধান গাছের পাশেই ছিল একটা পুকুর, সেখান থেকেই সেচ দিতে হয়। রায়াতের বাবা মনে করছে রায়াত সেই পুকুরে তলিয়ে গেছে, তাই পুকুরে নিচ অবদি গিয়ে খুঁজাখুঁজি শুরু করে, গ্রামের সব লোক এসে জমে গেছে পুকুরে, সবাই ভাবছে পুকুরে তলিয়ে রায়াত মারা গেছে। সবাই খুব কষ্ট অনুভব করতেছিল। রায়াতের মা পুকুরের পাড়ে গড়াগড়ি করে কান্না করতেছিল। আর রায়াতের বাবা পুকুরে খুঁজতেছে আর কান্না করতেছে, রায়াতের চাচাত বোন রিপা বাড়ি থেকে উঁকি দিয়ে দেখতেছিল আর কান্না করতেছিল, পেছন থেকে কে যেন ডাক দিয়ে বলল আপা, অনে কি হয়ছেরে, এতো মানুষ ক্যা?



রিপা পেছনে তাকিয়ে দেখে রায়াত! সে অবাক হয়ে বাকরূদ্ধ হয়ে যায়, রিপা অবাক হয়ে হা করে একবার রায়াতের দিকে তাকাই একবার পুকুরের দিকে তাকাই, কিছু একটা বলতে চাচ্ছে রিপা কিন্তু বলতে পারছেনা। কিছুক্ষণ পর রিপার মুখ খুলে, ভাংগা কন্ঠে কাঁপতে কাঁপতে রায়তকে জিজ্ঞাস করে তুই কই ছিলি। রায়াত সহজ ভাষায় বলে মসজিদে গেছিলাম গজল হুনবার, রিপা এইবার খুশিতে আবার বাকরুদ্ধ হয়, রায়াতকে পাওয়া গেছে সেই খুশিতে। সবাইকে ডাকতে চাই রিপা কিন্তু তার গলা দিয়ে কথা বের হয়না। তবু জোরেশোরে ডেকে বলল রায়াতরে পাইছি। রায়াতের মা খবরটা শুনে পাগলের মতো বাড়ি আসতেছিল। রায়াতের মায়ের কাপড়ের আঁচল মাটি দিয়ে গড়াচ্ছিল আর রায়াতের মা কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছিল। বাড়ি এসেই রায়াতের মা রায়াতকে জড়িয়ে ধরে কান্না আর নানান ধরনের আবেগী কথা। রায়াতের বাবাও রায়াতকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল। শেষ মুহুর্তে সবার মুখে হাসি, রায়াত কে ফিরে পেয়ে সবাই খুশি ও আনন্দিত হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.