Header Ads

Header ADS

বান্দারবান, মেঘলা, নীলাচল



আজ‌কে আ‌মি বান্দার ভ্রমন সম্প‌র্কে বলব।
যারা বান্দারবান ঘুর‌তে যে‌তে চান তা‌দের জন‌্য আমার এই পোষ্ট।
আপনারা জা‌নেন যে বান্দারবান অ‌নেক সুন্দর একটা জেলা। যেখা‌নে র‌য়ে‌ছে সুন্দ‌র্যের চাদ‌রে ছড়া‌নো দৃশ‌্য।  যেমন মেঘলা, নীলাচল, নীল‌ঘি‌রি, স্বর্ন ম‌ন্দির, রোমা ইত‌্যা‌দি। বান্দারবন

আ‌মি আজ‌কে আপনা‌দের মেঘলা ও নীলাচল সম্প‌র্কে বলব।
বান্দাবা‌নের যে‌কোন ভ্রমন জায়গায় যে‌তে চাই‌লে আপনা‌কে প্রথ‌মে বান্দারবান যে‌তে হ‌বে। 
যাওয়ার উপায়,
দে‌শের রাজধানী ঢাকা থে‌কে যাওয়ার উপায়।
ঢাকার গাবতলী, সায়দাবাদ থে‌কে (অন‌্য কোন জায়গা থে‌কেও যাওয়া যায়) সেন্টমা‌র্টিন, হা‌নিফ, দেশ ট্রা‌বেলস, শ‌্যামলী, ইউ‌নিক ইত‌্যা‌দি বা‌সে সরাস‌রি বান্দারবান আসা যায়।বান্দারবন
বান্দারবান পৌছা‌নোন আ‌গেই মেঘলা ও নীলাচল যাওয়া যায়।
বান্দারবন
নীলাচল বা মেঘলা যেখা‌নেই যান আপনার বর্তমান প্রবেশ ফি ৫০ টাকা এ‌কেক জ‌নের জন‌্য। ত‌বে আপ‌নি একজন প্রকৃ‌তি প্রেমী হ‌লে নীলাচল যা‌বেন। সমতল থে‌কে প্রায় ১০০০ ফিট উপ‌রে এই নীলাচল। 
বান্দারবন
যেখান  থে‌কে আপ‌নি দেখ‌তে পার‌বেন পুরা বান্দারবান শহর আপনার পা‌য়ের তলায়। আপ‌নি যেদি‌কেই তাকা‌বেন দেখ‌বেন পাহাড়। পাহাড়গু‌লো বৃত্ত হ‌য়ে আপনা‌কে ঘি‌রে রে‌খে‌ছে। আর সব কিছু আপনার নি‌চে। আপনার এক মুহু‌র্তের জন‌্য সেখান থে‌কে আস‌তে ই‌চ্ছে কর‌বেনা।
বান্দারবন


নি‌চে মেঘলা ও নীলাচল এর কিছু দৃশ‌্য দে‌খেন।
বান্দারবন

বান্দারবন


বান্দারবন


বান্দারবন

বান্দারবন






Thank you watching this

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.